চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় মা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মকসুদুল আলম (৩০), ফারুক মিয়া (২৫) ও সাইফুল ইসলাম (২৮)।
পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটগড় এলাকার মা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন