তথ্যমন্ত্রী ও জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ এখন তিনটি যুদ্ধের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হলো জঙ্গিবাদ দমনের যুদ্ধ, দ্বিতীয়টি নিজের শক্তিতে উন্নয়নের যুদ্ধ, তৃতীয়টি হলো বৈষম্য অবসান করে সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ। এ তিন যুদ্ধে দেশকে জয়ী হতে হবে। জঙ্গি দমনে কোনো ছাড় নয়। যুদ্ধের ভেতর দিয়ে ফয়সালা হবে দেশ কোন দিকে যাবে। এ যুদ্ধে আমাদের শত্রু খালেদা জিয়া, পাকিস্তান, বিএনপি ও জামায়াত। তাদেরকে দেশ ও দেশের রাজনীতি থেকে বাদ না দেওয়া পর্যন্ত আমরা শত্রুমুক্ত হবো না।
শুক্রবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম মহানগর জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল, অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য শিরিন আকতার ও নাজমুল হক প্রধান, জাসদের কেন্দ্রীয় নেতা নাইমুল হাসান জুয়েল, মোহাম্মদ খালেদ।
সম্মেলনে আবু বকর সিদ্দিককে সভাপতি ও জসিম উদ্দিন বাবুলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হলেন পাকিস্তানের দালাল। আর তার দলটি এখন ইতিহাসের ডাস্টবিনে পরিণত হয়েছে। খালেদা জিয়া এখনো চক্রান্ত ছাড়েননি। এখনো বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়। জামায়াতকে নিয়ে জঙ্গিদের দিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন। দেশকে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্তির ধাপে নিয়ে যেতে হলে শত্রুদের ধ্বংস করতে হবে। এদের সঙ্গে কোনো সমঝোতা নয়। মানুষ পোড়ানোয় খালেদা জিয়াকে একদিন আদালতে দাঁড়াতে হবে।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন