পূবালী ব্যাংক চট্টগ্রামের সীতাকুণ্ড শাখার ৫০ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় ওই শাখার এক কর্মকর্তাসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে তাদের রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, গাড়ি চালক বিজয় কুমার দাশ, আর্ম গার্ড তানজু রহমান, মাজহারুল ইসলাম, আশিকুর রহমান ও কোতোয়ালী সিডিএ কর্পোরেট শাখার জুুনিয়র অফিসার রাজীবুর রহমান।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচএম মসিউর রহমান বলেন, সীতাকুণ্ড থানায় দায়ের মামলায় ৭ দিনের রিমান্ড চেয়েছিলো পুলিশ। শুনানি শেষে আদালত গাড়ি চালক বিজয় কুমার দাশের এক দিন ও বাকি চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সীতাকুণ্ড থেকে নগরীতে নেওয়ার পথে পূবালী ব্যাংকের গাড়ি থেকে ৫০ লাখ টাকা রহস্যজনকভাবে খোয়া যায় বলে অভিযোগ করেন ব্যাংকটির সীতাকুণ্ড শাখার কর্মকর্তারা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের হয়। পরে রাতেই ব্যাংকের এক কর্মকর্তাসহ ৫ জনকে আটক করে পুলিশ। ঘটনার সময় ওই ৫ জনই গাড়িতে ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন