রাজশাহীতে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রাতে মহানগরীর ভদ্রামোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি চারঘাট উপজেলার তাতারপুর পূর্বপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
র্যাব-৫ এর রেলওয়ে কলোনির কোম্পানি কমান্ডার কেবিএম মোবাচ্ছের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম জানতে পারে যে সন্ধ্যায় নগরীর ভদ্রা মোড় এলাকায় মাসুদ রানা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে র্যাবের বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মাসুদকে নয়শ’ ৯২ পিস ইয়াবাসহ আটক করা হয়। বর্তমানে তাকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃত মাদক ব্যবসায়ী মাসুদ দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ