নগরীতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মো. সাবের নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাতে নগরীর পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ জানায় সুত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেভাল একাডেমি রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি মদ ও বিয়ারসহ সাবের নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা