নারায়ণগঞ্জের বন্দর বাসস্ট্যান্ড এলাকায় টিন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
শনিবার বিকেলে বন্দর ফায়ার স্টেশন সূত্রে এ তথ্য জানা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সোহেল রানা জানান, শনিবার সকাল ৭টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন