লাভ ফর ঢাকা’ উৎসবের জন্য আজ রবিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি অভিমুখে সড়কটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় একথা জানান।
তিনি আরও জানান, প্রাণসভা ঢাকা (লাভ ফর ঢাকা) উৎসবের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ থাকবে। তবে পথচারী ও যানবাহন চালকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য অনুষ্ঠান চলাকালীন বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব