চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং যুবলীগের গুলি বিনিময় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে বাঁশখালী উপজেলার বইলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি স্বপন চক্রবর্তী বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বইলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দিন এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি মাকসুদুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। রাতেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ