নগরীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।
রবিবার সকাল এবং শনিবার রাতে অভিযানগুলো পরিচালনা করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, শনিবার সকালে কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ফোরকান আলী নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস উদ্ধার করা হয়। শনিবার গভীর রাতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে দুইশ পিস ইয়াবাসহ খজিদা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে হাজী কলোনিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ নাসিমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। একই রাতে কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ মো. অলি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ইয়াবা এবং মাদক উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা