পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে হিমাদ্রী বিশ্বাস নামে এক প্রকৌশলীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে 'অফিসার, স্পেশাল ব্রাঞ্চ, চিটাগং ডিভিশন' লেখা ভিজিটিং কার্ড, একই ধরণের লেখাসম্বলিত সিল, পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের কয়েকটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
শনিবার রাতে চকবাজার থানাধীন কেবি আমান আলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হিমাদ্রি রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের সুপক কুমার বিশ্বাসের ছেলে। পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়েছেন তিনি।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান বলেন, ''হিমাদ্রী পুলিশ পরিচয় দিয়ে বিভিন্নজনের সাথে প্রতারণা করেছে। সে ফেসবুক আইডি ও ই-মেইল হ্যাক করেও মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায় করতো বলে তথ্য রয়েছে।''
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আ্হমেদ