রাজশাহীতে ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহাফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি করেন মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম।
মামলার সাক্ষীরা হলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আওয়ামী লীগ এনামুল হক কলিং, আসাদুজ্জামান আজাদ এবং আনোয়ার হোসেন আনার।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোর্শেদা আসগর বাদীর অভিযোগটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির জন্য পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা