ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিনাজপুরের একটি আদালত।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা সংবাদ পরিবেশনের অভিযোগে রোববার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল হকের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইজীবী সামশুর রহমান পারভেজ। সেই মামলায় আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা