রাজধানীর পার্শ্ববর্তী আশুলিয়ায় বুড়িরবাজার এলাকায় নির্মাণাধীন একটি মার্কেটের বিম ধসে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বুড়িবাজার শাখা সড়ক সংলগ্ন হিকে ডি ডাইস নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই মার্কেটের নির্মাণাধীন বিম হঠাৎ ধসে পড়ে। এ সময় তা রাস্তায় চলমান একটি পাজেরো গাড়ি ও রিকশাকে চাপা দেয়। এ ঘটনায় পথচারী ও রিকশাচলাকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর দুর্ঘটনার জন্য ওই মার্কেট মালিক দায়ী হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ