বিশেষ ভূমিকা ও অবদানের জন্য চট্টগ্রামের সাত বিশিষ্টজনকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একুশে পদক দিচ্ছে এবার।
এ ৭ জনের মধ্যে রয়েছেন শিক্ষায় অধ্যক্ষ রওশন আকতার হানিফ, ক্রীড়ায় ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলাম, সাংবাদিকতায় আ জ ম ওমর, সমাজসেবায় ফজল করিম, বিদ্যোৎসাহী হিসেবে মোহাম্মদ জাকারিয়া, মুক্তিযুদ্ধে লেখক-গবেষক সিরু বাঙালি এবং সংস্কৃতিতে অরুণ চন্দ্র বণিক।
সোমবার সকালে চসিক মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উপলক্ষে আয়োজিত বইমেলার সংবাদ সম্মেলনে পদকের জন্যে মনোনিত ব্যক্তিদের নামের তালিকা ঘোষণা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, আগামী বছর থেকে ঢাকার একুশে গ্রন্থমেলার আদলে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও মাসব্যাপী একক বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ নগরীর হাজার বছরের সমৃদ্ধ প্রাচীন ইতিহাস রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে এখানে বড় পরিসরে একক কোনো বইমেলার আয়োজন হয়নি। সেই উপলব্ধি থেকে আমি প্রথমবারের মতো চসিকের উদ্যোগে নগরীতে বড় পরিসরে একক একটি বইমেলার আয়োজন করতে প্রয়াসী হয়েছি।
তিনি বলেন, আগামী ১৭-২৯ ফেব্রুয়ারী নগরীর মুসলিম ইনস্টিটিউ ও শহীদ মিনার এলাকায় বইমেলা হবে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এবারের বইমেলায় চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্য প্রতিষ্ঠানের বাইরে ঢাকার ২০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। মেলা চলাকালীন শহীদ মিনারের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন