জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ জবি শাখার নেতাকর্মীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিডি নিউজ টোয়ান্টিফোর ডটকমের স্টাফ রির্পোটার কাজী মোবারক হোসেন ও বাংলামেইল২৪.কমের স্টাফ রির্পোটার ইমরান আহমেদ।
জবি থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা এই দুই সাংবাদিক সোমবার সনদপত্র সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন।
প্রত্যদর্শীরা জানান, প্রধান ফটক দিয়ে যাওয়ার সময় কাজী মোবারক ও ইমরান আহমেদের ওপর জবি ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের কর্মীরা আকস্মিক হামলা চালান।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হামলায় আইন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান, ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাসুমের নেতৃত্বে আরও বেশ কয়েকজন ছাত্র ছিলেন।
আহত কাজী মোবারক বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তোলার জন্য এসেছিলাম। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা আমার মাথায় আঘাত করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন