বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বা ছবি বিকৃতির ঘটনায় এমএ লতিফ এমপিকে ১৫ দিনের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। একইসঙ্গে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
সোমবার বিকেলে নগরীর লালদীঘির ময়দানে নাগরিক মঞ্চের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী বলেন, আলটিমেটাম সময়ের মধ্যে এমএ লতিফের বিচার না হলে পুনরায় লালদীঘি মাঠে সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার (লতিফ) এমপিগিরি থাকতে পারবে না, তার বিচার করতে হবে, তাকে কারাগারে বন্দী করতে হবে। তিনি বলেন, এমএ লতিফ একজন কুলাঙ্গার। বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার পর তাকে আর এমপি বলতে পারবো না। তাকে (লতিফকে) অবাঞ্চিত ঘোষণা করে তিনি বলেন, লালদীঘির মাটি পবিত্র। এ কুলাঙ্গারকে এই পবিত্র মাটিতে ঢুকতে দেওয়া হবে না।
এখানে এনএসআই, ডিজিএফআই, সাংবাদিক সকলেই আছেন। লতিফের ওপর যে কোনও সময় চট্টগ্রামে হামলা হতে পারে। ওই হামলায় সে মারাও যেতে পারে। এ জন্য আমাকে যদি হুকুমের আসামি করা হয় এবং সেই আসামি হিসেবে কাটগড়ায়ও যেতে রাজি আছি। তবু এই কুলাঙ্গার লতিফকে চট্টগ্রামের মাটিতে নামতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমি অতীতেও এই লালদীঘির মাঠে বিভিন্ন দাবি নিয়ে এসেছিলাম। সামরিক বাহিনীসহ বিভিন্নজনের বিরুদ্ধে আন্দোলন করে দেরিতে হলেও সফল হয়েছি। এবার এসেছি বঙ্গবন্ধুর ছবি বিকৃতকারী জামাতি চর লতিফের বিচার ও গ্রেফতারের দাবি নিয়ে। অবিলম্বে লতিফের সংসদ সদস্য পদ শূণ্য ঘোষণা করে তাকে গ্রেফতার করা হোক।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ