বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি সরকারের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে।
সোমবার দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মুকিত ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ ২১ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।
তিনি বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
ফখরুল বলেন, মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে। আর এ কারণেই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১ জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক ‘অপকর্ম’ থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা মনে করছে, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে, কিন্তু তাদের এই মনোবাসনা কোনোদিন পূরণ হবে না।
ফখরুল অবিলম্বে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন