রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া এলাকায় চোর সন্দেহে হাসান আলী (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবক হাসান ওই এলাকার তফজুল ইসলামের ছেলে।
জেলা পুলিশের সিনিয়র এএসপি আবদুর রশিদ (সদর সার্কেল) জানান, সোমবার রাত দুইটার দিকে হাসান দর্শনপাড়ায় দেলজান বেগমের দোকানে চুরি করার সময় স্থানীয় জনগণ তাকে হাতেনাতে আটক করে। এরপর তাকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। তার মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত এবং তাদের আটকের জন্য কাজ শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা