ব্লগার ও বিজ্ঞানমনোস্ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার সকালে মিরপুর-১০ এ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যন্ত্রাংশ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ''মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। অভিজিৎ হত্যা মামলার তদন্তকাজ বাংলাদেশ ও আমেরিকায় করা হচ্ছে। এফবিআই ল্যাবে অভিজিৎ হত্যার আলামত পরীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে, সেই তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ওই প্রতিবেদন এলে মূল আসামিদের ধরা সহজ হবে।''
জিএসপি সুবিধার কথা জানতে চাইলে বার্নিকাট বলেন, ''এ ব্যাপারে উভয় দেশই কাজ করছে। কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এগুলো কেটে গেলে জিএসপি ফিরে পাওয়া সহজ হবে।''
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ