চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরাও।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সারোয়ার জাহান। দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন