সহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা বর্ণালীর নির্বাহী পরিচালক সালাহউদ্দিন কবির সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রবিউল হোসেন এ আদেশ দেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাড. আনিসুর রহমান বলেন, সংস্থার এক নারী শিক্ষাকর্মীকে কক্সবাজারে ডায়মন্ড হোটেলে নিয়ে গিয়ে সালাহউদ্দিন কবির সুমন ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে ওই নারী আদালতে মামলা করেছেন। ওই মামলায় মঙ্গলবার অভিযুক্ত সুমন আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব