রাজধানীর মিরপুর থেকে বিস্ফোরকসহ দুই শিবির কর্মীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
আটকরা হলো-শফিক (২২) ও রহিম (২০)। তাদের কাছে থেকে ৫৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদি, চার শতাধিক জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়েছে।
মিরপুর থানাধীন মধ্য পীরেরবাগের ৮৫/৪ নম্বর চারতলা ভবনের চতুর্থতলায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন