রাজধানীর বংশালে একটি ৮তলা ভবনের ছাদ থেকে পড়ে মীম (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে বংশাল সুরীটোলা ৬১ নং নর্থসাউথ রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে যান মীম। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ৯টায় মৃত ঘোষণা করেন।
মীমের মা নাজমা বেগম জানান, মীমের কাছে তার কিছু টাকা রাখা ছিলো। সন্ধ্যায় টাকাটা চাইলে, তা খুঁজে পাচ্ছিলেন তা তিনি। এজন্য অস্থির হয়ে পড়েন মীম। এছাড়া তার মানসিক সমস্যাও ছিলো। তাই এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা বলতে পারছেন না তিনি।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন