প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের তুলনা মূলক চিত্র তুলে ধরতে গিয়ে ভূপেন হাজারিকার গান গেয়ে সংসদে মুগ্ধতা ছড়ালেন জাসদের এমপি জাসদের এমপি নাজমুল হক প্রধান।
জাতীয় সংসদে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পঞ্চগড়ের এই সংসদ সদস্য সংসদে সুর করে গেয়ে ওঠেন ভূপেন হাজারিকার বিখ্যাত গান, ‘শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে। তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে, তুমি জানো না’।
এ গান পরিবেশনের সময় নিজ দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়াকার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ উপস্থিত সংসদ সদস্যদের হাসি মুখে টেবিল চাপড়াতে লক্ষ্য করা যায়। এ সময় সভাপতির চেয়ারে বসা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও তার গান মুগ্ধ হয়ে শোনেন।
গান শেষে নাজমুল হক প্রধান বলেন, দেশভাগের আগে একটি বিরাট আকাল হয়েছিল। সেই আকালে অসংখ্য লোক না খেয়ে মারা গিয়েছিলেন। আমাদের দেশেরই একজন শিল্পাচার্য জয়নুল আবেদীন একটি শিল্পকর্ম দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিলেন কী পরিমাণ আকাল হয়েছিল। এখনও খরা বন্যা আছে কিন্তু দুর্ভিক্ষ ও আকাল নেই। এখনও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ আছে। কিন্তু সবগুলো মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময় এই দুর্ভিক্ষ নিয়ে যেমন চিত্রকর্ম হয়েছিল। তেমনি সাহিত্য রচনাসহ সিনেমাও হয়েছে।
নাজমুল হক প্রধান বলেন, আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাজের কারণে বাংলার মানুষ আজকে সুখে আছে। শুধু মানুষ নয় আমরা গুরু ও পশুকেও ভিটামিন খাওয়াই। এটা স্বর্গে যারা আছেন তারা বুঝছেন এবং গোটা বিশ্বের মানুষ বুঝছেন। কিন্তু বুঝছেন না একজন, তিনি খালেদা জিয়া। এই ভাষার মাসেও তিনি শহীদ মিনারে গিয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। তিনি বাংলাদেশের উন্নতি চোখে দেখেন না। কারণ তার মনটা পড়ে আছে পাকিস্তানে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন