রাজধানীর নিউমার্কেট সংলগ্ন একটি ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে আমজাদ (২৪) নামের এক কর্মচারি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৩ কর্মচারি।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম আগুনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। আগুনের খবর পেয়ে পলাশী থেকে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব