নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ১৫ দিন পর মোহাম্মদ হান্নান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার ভুইগড় ক্যানেলপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত মোহাম্মদ হান্নান ফতুল্লার ভুইগড় পশ্চিমপাড়া এলাকার আজিম মিয়ার ছোট ছেলে।
নিহত হান্নানের বড় ভাই আব্দুল লতিফ জানান, ছোট ভাই ১৫ দিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে খবর পেয়ে হান্নানের লাশ সনাক্ত করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব