রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনার্সের ফরম পূরণে বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কলেজের কিছু উৎশৃঙ্খল শিক্ষার্থী। এতে গুরুতর আহত হয়েছেন ২ শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানাতে পারেননি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলার সময় ১০ থেকে ১২ জনের একটি দল আমাদের ওপর হামলা চালায়। এ সময় ২ শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব