রাজধানীতে গতকাল মধ্যরাতে মুষলধারে বৃষ্টি নামে। সন্ধ্যার পর দেশের কোনো কোনো এলাকায় ঝড়বৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার ভোরেও ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পূবালী লঘুর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণেই বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব স্থানে এবং রাজশাহী ও রংপুরের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এক্ষেত্রে ২২ থেকে ৪৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা