বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আল-আমিন হাওলাদার নামে একজনকে আটক করেছে মেট্রো ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আল-আমিন ওই এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রো ডিবি পুলিশ।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাতেই নগরীর সিএন্ডবি রোড থেকে ১৪৮ পিস ইয়াবাসহ মো. রিপন সরদার নামে একজনকে আটক করে র্যাব।
আটক রিপন নগরীর এয়ারপোর্ট থানার মহিষাদী গ্রামের আলী আজিম সরদারের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব