বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী নগরীর এয়ারপোর্ট থানার এসআই আব্দুর রহমান মুকুল জানান, সকালে আজমীর পরিবাহনের একটি বাস ভূরঘাটা থেকে বরিশালে আসছিল। অন্যদিকে স্মৃতি পরিবহন নামে অপর একটি বাস বরিশাল থেকে স্বরূপকাঠীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ বিধ্বস্ত হয়। আহত হয় দুই বাসে থাকা অন্তত ২০ যাত্রী। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হলেও পুলিশের রেকার ঘটনাস্থলে গিয়ে বাস দুটি সরিয়ে ফেলে যান চলাচল স্বাভাবিক করে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব