নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিতে ৬ যাত্রী নিখোঁজ। বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিখোঁজরা হলেন: নিজাম, সুজন, সুজব, শরীফুল, শাহীন ও তালেব। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
জানা যায়, ধলেশ্বরী নদীতে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাটি কাটার ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গেই মাটি কাটার ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ১৫ থেকে ২০ জন শ্রমিক ছিলেন। ৬ জন ছাড়া বাকিরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা