বৃষ্টির কারণে আজ বুধবার অমর একুশে গ্রন্থমেলা সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ৫০টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে। মেলা চত্বরে জমেছে বৃষ্টির পানি। যন্ত্র দিয়ে পানি সরানোর কাজ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা