বেসরকারি সংস্থা প্রত্যাশার সহযোগী প্রতিষ্ঠান স্বদেশ পল্লীর আয়োজনে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে ‘চট্টগ্রাম চিলড্রেন ডিজাইনার’ প্রতিযোগিতা।
আগামী শুক্রবার সকাল নয়টা নগরের চারুকলা ইনস্টিটিউটে ক্ষুদে ডিজাইনারদের খুঁজে এ আয়োজন করা হয়েছে। প্রথম পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিবে নগরীর ৩০টি স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ৫০০ শিক্ষার্থী।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান স্বদেশ পল্লীর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্বদেশ পল্লীর উপদেষ্টা মনোয়ারা বেগম, পরিচালক জান্নাত সুলতানা, রহমতুন নুর নেসা, প্রশিক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সেলিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, চট্টগ্রাম আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবিউল আলম, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা, সাংবাদিক মুন্নি সাহা, অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন