রাজশাহী মহানগরের কোর্ট স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আহমদ জানান, বিকেলে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন খবর দিলে তার মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তবে ঘটনাস্থলের আশপাশের কয়েকজন ব্যক্তি জানান, নিহত ব্যক্তি গুড় বিক্রেতা ছিলেন। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তবে তারা কেউ ওই ব্যক্তির সঠিক পরিচয় বা নাম-ঠিকানা বলতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন