জালিয়াতির মাধ্যমে আমদানি করা ৭২ কন্টেইনার পিভিসি রেজিন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। যার পরিমাণ ৪৫ হাজার মেট্রিক টন। কন্টেইনারগুলো চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গাজীপুর টঙ্গি এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গ্যালাক্সি স্যুয়েটার অ্যান্ড ডায়িং লিমিটেড। প্রতিষ্ঠানটিতে পিভিসি রেজিন আমদানির অনুমতি নেই। কিন্তু জাল ডকুমেন্ট তৈরি করে পণ্যগুলো আনা হয়েছে।
জাকির হোসেন জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা ৯ হাজার ৬৩৭ মেট্রিক টন হলেও তাদের ওয়্যার হাউসে ৪৫ হাজার মেট্রিক টন পণ্য উৎপাদনের বিভিন্ন কাঁচামাল পাওয়া গেছে যা ধারণ ক্ষমতার চেয়ে ৩৬ হাজার মেট্রিক টন বেশি। এটাও একটা বড় ধরনের অনিয়ম।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ