গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার টঙ্গী-ঘোড়াশাল ওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৩ বছর। তার পরনে লাল রংঙের হাফ প্যান্ট ও সাদা ফুল শার্ট রয়েছে।
টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, বুধবার রাত ৮টার দিকে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হঠাৎ রোগাক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ