রাজশাহীর গোদাগাড়ীতে ২ কোটির টাকার হেরোইনসহ সাহাবুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
আটক সাহাবুল ইসলাম উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত এনামুল হকের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী-কাঁকনহাট সড়কের ঝিরকুপাড়া মোড়ে অবস্থান নেয় পুলিশ। এসময় ওই মোড়ে একটি ব্যাগ হাতে আসে মাদক ব্যবসায়ী সাহাবুল ইসলাম। তার ব্যাগে তল্লাশি করে একটি কার্টুনের মধ্যে থাকা ২ কেজি একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব