৭ বছর আগে ঘটে যাওয়া পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনা বাংলাদেশে আর ঘটতে দেওয়া হবে না বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি আরও বলেন, পিলখানা ট্র্যাজেটিতে যারা জড়িত, তাদের সাজা হয়েছে। আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
এসময় তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় বিডিআর সদস্যদের বিদ্রোহের প্রেক্ষাপটে হত্যাকাণ্ড ঘটে। এতে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হন।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব