সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার এ কমিটি ঘোষণা করা হয়।
রুবি ফাতেমা ইসলামকে সভাপতি ও অ্যাডভোকেট সালমা সুলতানাকে সাধারণ সম্পাদক করে জেলা এবং কাউন্সিলর শাহানারা বেগমকে সভাপতি ও আসমা কামরানকে সাধারণ সম্পাদক করে মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
উভয় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ সভানেত্রী সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু, দপ্তর সম্পাদক কামরুননেছা মান্নান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ