আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে খুরশিদ আলম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় দেন। আসামি বর্তমানে হাজতে আছেন।
বাদিপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৬ মে সকাল ৯টার দিকে এক স্টিলমিল শ্রমিকের আড়াই বছরের কন্যাশিশুকে ধর্ষণ করে আসামি খুরশিদ। ঘটনার দিনই শিশুটির বাবা বাদি হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। ওইদিনই আসামিকে গ্রেফতার করে পুলিশ। মামলার চার্জশিট দাখিল করা হয় ২০১১ সালের ৩১ জুলাই। মামলার চার্জশিট গঠন করা হয় ২০১২ সালের ১ জানুয়ারি। ১৫ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব