অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন (৪৫)। বৃহস্পতিবার বিকেলে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানান, বিকেল সোয়া ৫ টার দিকে রাজারবাগের কনস্টেবল কামাল নিয়ে আসেন আনোয়ারকে। পরে আনোয়ারের পাকস্থলি পরিষ্কার করে ভর্তি করা হয়।
সকালে বরিশাল থেকে বাসে করে মাওয়া আসেন আনোয়ার। তিনি বাস থেকে নেমে পানীয় কিনে খান। পরে আবার বাসে ওঠেন। বাসটি দুপুর ২ টার দিকে বাবুবাজার ব্রিজ এলাকায় আসলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পকেটে তার আইডি কার্ড পেয়ে পরিচয় নিশ্চিত করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে আনা হয়।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ