বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) সচল রাখতে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত ২৫৪ জনকে নতুন পদ সৃষ্টি করে নিয়মিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রাষ্ট্রায়ত্ব এ প্রতিষ্ঠানটিতে কর্মরত এসব অস্থায়ী কর্মচারীর বেতন-ভাতা ও সম্মানী সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানোর সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ও সাইমুম সরওয়ার কমল বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে এফডিসি’র উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করেছে। এছাড়া বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের উন্নয়ন বিষয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য অফিসার তছির আহম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব