লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অব.) বীর বিক্রম বলেছেন, বিগত ২০০৯ সাল থেকে ছলে বলে কৌশলে প্রকারান্তরে দেশে একদলীয় শাসন কায়েম চলছে। ফলে দেশে আজ জনগণের বাক স্বাধীনতা, সুশাসন ও গণতন্ত্র অনুপস্থিত। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আওয়ামী লীগের সদস্য ছাড়া কারো জানমালের নিরাপত্তা নেই।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম এলডিপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অ্যাড. কফিল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়া ছাড়া আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত অন্যান্য কর্মকতাদের এ সংবর্ধনা দেয়া হয়।
কর্নেল অলি আহমদ বলেন, ভোটের অধিকার থেকে আজ সকলে সম্পূর্ণরূপে বঞ্চিত। বিশেষ করে বিগত দুই বছর যাবৎ রাতের অন্ধকারে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় ব্যালেট পেপার কেটে ব্যালেট বাক্স ভর্তি করা হয় এবং সরকারের পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করা হচ্ছে। এ ধরনের নজির পৃথিবীর অন্য কোন দেশে নেই।
এলডিপি প্রধান বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সম্পূর্ণরূপে কিছু সংখ্যক দুনীর্তিবাজ কর্মকর্তাদের উপর নির্ভরশীল। এই কর্মকর্তাদের বিবেক বলতে কিছু নেই। নেই কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা। তাদের মধ্যে দেশপ্রেম বলতে কোন জিনিস নেই। এদের মধ্যে অনেকে বিভিন্ন দেশে টাকা পাচার করে বাড়ি-ঘর ক্রয় করেছে, এমনকি ছেলে মেয়ে স্ত্রী পুত্রদের নামে এই সব দেশের নাগরিকত্ব নিয়ে অবাধে ব্যবসা বাণিজ্যও চালিয়ে যাচ্ছে। বিদেশে বাড়ি-ঘর খরিদ করা এবং বেনামে ব্যবসা বাণিজ্য পরিচালনায় সর্বাগ্রে রয়েছে রাজনীতিবিদরা। অথচ সরকার এ ব্যাপারে নীরব। কেন বা কি কারণে তাদের বিরুদ্ধে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না, বা তাদের নাম প্রকাশ করা হচ্ছে না প্রশ্ন রাখেন তিনি।
উত্তর জেলার এলডিপির সভাপতি সাবেক সাংসদ মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর এলডিপির সভাপতি এম সলিমুল্লাহ। গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আইনজীবী অ্যাড. কবির চৌধুরী, এলডিপি’র কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম. এয়াকুব আলী, নির্বাহী সদস্য অ্যাড. ফৌজুল আমিন চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস.এম. নিজাম উদ্দিন হারুন, বক্তব্য রাখেন, এলডিপি নেতা নুরুল কবির, এজিএম শাহাজাহান, অ্যাড. নাছির উদ্দিন চৌধুরী, অ্যাড. শাহাদাত হোসেন, এস এম ফফলুল কাদের তালুকদার, এস.এম. আবুল হোসেন আবু, দোস্ত মোহাম্মদ, কাজী ইয়াকুব, মনসুর আলম, শাহাবুদ্দিন রাশেদ, একরাম হোসেন, ছায়েদুল হক, মো. ফরহাদ, মো. ইমরান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব