এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার জার্মান নাগরিক পিওতর সিজোফেনকে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমানের খাস কামরায় নেওয়া হয়েছে। জানা গেছে,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং দণ্ডবিধি আইনে বনানী থানায় করা মামলায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি কী বলেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
চার দিনের রিমান্ড চলাকালে আদালতে জবানবন্দি দিতে রাজি হন পিওতর। মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব মিয়া তাকে আদালতে হাজির করেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি পিওতরকে ছয় দিন, ২৯ ফেব্রুয়ারি পাঁচ দিন এবং ৬ মার্চ তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে পিওতরকে গুলশান থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত ২২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে পিওতরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ