যুক্তরাজ্য ঢাকা থেকে কার্গো ফ্লাইট নিষিদ্ধের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন তদারকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনের একটি সময় বিমানবন্দরেই সচিবকে নিয়ে অফিস করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার বিমানবন্দরে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্মত কর্মপরিকল্পনাকে ত্বরান্বিত করতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনের একটি সময়ে মন্ত্রী-সচিব বিমানবন্দরে অফিস করবেন।
যুক্তরাজ্যের ঢাকাস্থ হাই কমিশন, এভিয়েশন টিম এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে মন্ত্রণালয় জানায়। এতে বলা হয়, “নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে বিশেষ টিম গঠন করা হয়েছে। আধুনিক সরঞ্জামাদি সংগ্রহে গত ৯ মার্চ একনেকে ৯০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে।”
বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থার উন্নয়নে বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও নিবিড়ভাবে কাজ করবে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরো কর্মকাণ্ড তদারক করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভায় বিমান সচিব খোরশেদ আলম চৌধুরী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানসহ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব