বরিশালে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে সাড়ে ২৬ হাজার মিটার অবৈধ জালসহ ৫ জন জেলেকে আটক করা হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বরিশাল সদর উপজেলার তালতলী সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ অভিযান চালানো হয়। পরে আটকৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যান চৌধুরী।
বরিশাল নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, অভিযানে সাড়ে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
আটককৃতরা হলো সদর উপজেলার সোহাগ, নলছিটির ফোরকান, কাউনিয়া এলাকার শহীদুল ইসলাম, বাকেরগঞ্জের মুজাহিদুল ও পটুয়াখালীর মো. ফারুক। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জরিমানার টাকা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব