রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় শিক্ষিকা তাসনিম হোসেন তৃণা হত্যা মামলায় তার স্বামী আতিফ আমির হককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন পিপি আবু আবদুল্লাহ। অন্যদিকে, আসামি পক্ষে ছিলেন আইনজীবী ফিরোজ আহমেদ।
আবু আবদুল্লাহ বলেন, “বিচারক চিকিৎসকের সাক্ষ্য ও ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর গুরুত্ব দিয়ে এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় দাঁড়ানো আসামি আতিফ আমির কান্নায় ভেঙ্গে পড়েন।''
অন্যদিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হওয়ায় নিহতের বাবা ও মামলার বাদী জাহিদ হোসেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে সাংবাদিকদের জানান।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ওই দিন উত্তরার ১১ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৪৯ নম্বর বাসায় যৌতুকের দাবিতে তাসনিমকে মারধর করে। তার ঠোঁট, থুতনি, বাঁ চোখের ওপর ও বাঁহাতের কনুইতে জখমের চিহ্ন পাওয়া যায়। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরদিন তাসনিমের বাবা ব্যবসায়ী মো. জাহিদ হোসেন উত্তরা (পশ্চিম) থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব