ঢাকার অদূরে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় সুজন মিয়া (২৩) নামের এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবার। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই এলাকার একটি মুদি দোকানের ভেতরে ঝুলিয়ে রাখা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত সুজনের বাবা এশরাফ মিয়া বলেন, তার ছেলে সাভারের রাজাশন এলাকায় আব্দুল হালিমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। কয়েকদিন আগে সুজনের স্ত্রী ময়নার সাথে তার প্রচণ্ড ঝগড়া হয়। বুধবার রাতে বিচারের জন্য সুজনের স্ত্রীর পরিবারের লোকজন ওই বাড়িতে আসে। বিচারের এক পর্যায়ে ময়নার পরিবারের সদস্য ও ওই বাড়ির মালিক আব্দুল হালিম পোশাক শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে সুজন মারা গেলে তার লাশটি বাড়ির মালিক তার নিজ মুদি দোকানের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দোকানের ভেতর নিহতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ওই বাড়ির মালিক ও নিহতের স্ত্রী ময়নাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত পোশাক শ্রমিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব