বন্ধ ঘোষিত মদিনাপেল ফ্যাশন ক্রাফট লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবিতে মানবন্ধন করেছে ভুক্তভোগী শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানবন্ধন শেষে মদিনাপেল ফ্যাশন ক্রাফটের শ্রমিক সাইদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে বন্ধ কারখানাটি খুলে দেয়ার পাশাপাশি সরকার ঘোষিত নূন্যতম মজুরি কাঠামো বাস্তবায়ন, বাৎসরিক ছুুটির টাকা প্রদান ও অর্ধশতাধিক ছাটাইকৃত শ্রমিককে চাকরিতে পূনর্বহালের দাবি জানায় শ্রমিকরা।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র মানব বলেন, ২০১৩ সালে সরকার নূন্যতম মজুরি ৫,৬৭৮ থেকে সর্বোচ্চ ৬,৮০৫ টাকা নির্ধারণ করলেও মদিনাপেল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অর্ধেক মজুরি দিয়ে কাজ করিয়ে আসছে। এমনকি বাৎসরিক ছুটির টাকাও দেওয়া হচ্ছে না কোন শ্রমিককে।
এমতাবস্থায় শ্রমিকরা মালিকপক্ষের কাছে নায্য পাওনা দাবি করলে ৪২ জন শ্রমিককে বিনা পাওনায় ছাটাইসহ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ