মানবপাচার আইনে দায়ের হওয়া মামলায় এক নারীসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাকন। বৃহস্পতিবার দুপুরে আদালত এ নির্দেশ দেন।
আসামিরা হলো নাছির উদ্দিন প্রকাশ হাবিব (৪৫), আলী হোসেন (২৮) ও কুলসুম আক্তার (৩৫)।
গত বুধবার নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তিন তরুণীকে উদ্ধার করে। এসময় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে। তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাছাড়া তিনজন মেয়ে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সেখানে তারা তাদের কিভাবে ফাঁদে ফেলে পাচার করে অসামাজিক কাজে বাধ্য করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব